চীনা কোম্পানিকে টেক্কা দিতে সেপ্টেম্বরেই বাজারে নতুন ফোন আনছে Micromax

Published on:

বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছে ভারতের বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে Micromax, Lava-র মতো ভারতীয় স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি। অন্যদিকে চীনা প্রোডাক্টগুলির ওপর সাধারণ মানুষের অসন্তোষ এখনো কমেনি। সম্প্রতি জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি মাইক্রোম্যাক্সের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন বাজারে আসতে চলেছে। সাথে এই সংস্থাটি ভারত সরকারের PLI স্কিমের সুবিধা পাবে।

বেশ কিছু সময় ধরে বাজারে কোনো নতুন ডিভাইস আনেনি Micromax। তবে কয়েকটি সূত্র বলছে, আগামী মাসেই লঞ্চ হতে পারে মাইক্রোম্যাক্সের একটি নতুন স্মার্টফোন রেঞ্জ, যার দাম ১৫,০০০ টাকার মধ্যে থাকবে। শোনা যাচ্ছে, সংস্থাটি তার নতুন ডিভাইসে মিডিয়াটেক হেলিও চিপসেট ব্যবহার করতে পারে, এবং এগুলিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দেখা যাবে।

আনুষ্ঠানিক ঘোষণার আগে মাইক্রোম্যাক্স, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি নতুন ফোনগুলির টিজার প্রকাশ করেছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি সংস্থার নতুন ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন।

আপাতত বাজারে মাইক্রোম্যাক্সের পুরনো ফোনগুলি উপলব্ধ রয়েছে। প্রসঙ্গত, এখনো পর্যন্ত মাইক্রোম্যাক্সের সর্বশেষ স্মার্টফোনটি হল iOne Note, যা গত বছরের অক্টোবরে লঞ্চ হয়েছিল। আগ্রহীরা চাইলে এখনো এটি কিনতে পারবেন, অনলাইন ওয়েবসাইটে ফোনটির দাম ৮,১৯৯ টাকা।

যাইহোক সংস্থাটি আসন্ন ফোনগুলিতে প্রিমিয়াম ফিচার দেওয়ার কথা বলছে। এখন দেখার চীন বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে মাইক্রোম্যাক্স আবার বাজারে ফেরত আসতে পারে কিনা।

সঙ্গে থাকুন ➥