চিপ ও ফোনের চাহিদা বাড়ায় গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লো Samsung Electronics

Updated on:

Samsung Electronics চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে তাদের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লো। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে উল্লেখিত সময়ে তাদের আয় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত তিন বছরে সর্বাধিক।

মূলত সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ার কারণেই দক্ষিণ কোরিয়ান কোম্পানিটির অপারেটিং প্রফিট এতটা বৃদ্ধি পেয়েছে। লকডাউনের কারণে সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্টের চাহিদা বেড়েছে। ডিসপ্লে, ক্যামেরা প্রভৃতি যোগান দিতে হিমশিম খাচ্ছে সেমিকন্ডাক্টর নির্মাতারা। পাশাপাশি মেমোরি চিপের দামও বেড়েছে, যা স্যামসাং ইলেকট্রনিক্সের আয় বাড়িয়েছে।

Samsung জানিয়েছে তৃতীয় কোয়ার্টার অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে তাদের আয় ছুঁয়েছে ১.৮ ট্রিলিয়ন ওন, অর্থাৎ প্রায় ১৩.৩ বিলিয়ন ডলার।

তবে শুধু সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়াই Samsung এর রেকর্ড আয়ের পিছনে মুখ্য কারণ নয়। সাথে সাথে ফোল্ডেবল ও ফ্ল্যাগশিপ ফোনগুলির জনপ্রিয়তা কোম্পানির আয়ে অবদান রেখেছে। Samsung কেবল একমাসের মধ্যে ২ মিলিয়ন (২০ লক্ষ) ফ্ল্যাগশিপ ফোন বিক্রি করেছে বলে খবর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥