mXmoto MX9: পালসার-অ্যাপাচি চাপে পড়বে, চোখধাঁধানো ইলেকট্রিক বাইক লঞ্চ হচ্ছে দেশে

Updated on:

mXmoto MX9 launch date

ভারতের বাজারে দিনকে দিন ইলেকট্রিক টু-হুইলারের সংখ্যা বেড়েই চলেছে। যার মধ্যে সিংহভাগই হল কোনো না কোনো স্টার্টআপ কোম্পানির মডেল। তেমনই এবারে mXmoto নামে আরও এক স্টার্টআপ সংস্থা তাদের উচ্চগতির ইলেকট্রিক বাইক এবছর জুলাইয়ে লঞ্চ করতে চলেছে। যার নাম – MX9। এই ই-বাইকটি ইউরোপের নামজাদা ডিজাইনার মার্সেলো সিলভা ডিজাইন করেছেন।

mXmoto MX9 লঞ্চ হবে জুলাইয়ে

দিল্লির কোম্পানি mXmoto-এর বৈদ্যুতিক বাইকের ফিচারের তালিকায় থাকছে ১৭ ইঞ্চি হুইল এবং ৬০ অ্যাম্পিয়ার কন্ট্রোলার, যার সাথে সংযুক্ত রি-জেনারেটিভ ব্রেকিং। এটি স্কুটারটির আউটপুট ১৬% পর্যন্ত বাড়াতে সাহায্য করবে। ফলে পারফর্ম্যান্সের উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবে এটি।

জানা গেছে, MX9 ইলেকট্রিক বাইকে থাকছে একটি LifePO4 ব্যাটারি টেকনোলজি। যা উচ্চ পর্যায়ের সুরক্ষা প্রদান করবে। এছাড়া নিত্যদিন চলাফেরার সাথে দূরবর্তী যাত্রার ক্ষেত্রেও ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধিতে সহায়তা করবে এই প্রযুক্তি।

প্রসঙ্গত, গুরুগ্রামে mXmoto-র একটি ইলেকট্রিক ভেহিকেলের কারখানা রয়েছে। যার বার্ষিক উৎপাদনের ক্ষমতা ৩,০০০-৪,০০০ মডেল। ধীরে ধীরে আরও সস্তার ইলেকট্রিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে কোম্পানি। আবার হাই-পারফরম্যান্স মডেলের প্রতিও তাদের নজর রয়েছে বলে জানিয়েছেন খোদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজেন্দ্র মালহোত্রা।

সঙ্গে থাকুন ➥