মোবাইল ফোন চার্জ করার সময় এই সাত ভুল করছেন না তো? ব্যাটারি ও ফোন উভয়ই নষ্ট হয়ে যাবে

Published on:

Smartphone Charging Mistakes

আজকাল সবার হাতেই মোবাইল আছে এবং প্রত্যেকের কাছেই ফাস্ট চার্জার, কিন্তু তার পরেও সবাই চার্জিং নিয়ে চিন্তিত। কার সঠিকভাবে মোবাইল চার্জ না দিলে, ফোন এবং ব্যাটারি দুটোই নষ্ট হয়ে যায়। আর তাই আজ আমরা এমন কিছু টিপস শেয়ার করবো, যেগুলি অনুসরণ করলে আপনি ব্যাটারি এবং ফোন দুটোই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।

১. আসল চার্জার ব্যবহার করুন: ফোনের আসল চার্জার সব সময় ব্যবহার করুন। বাজার থেকে যেকোনো চার্জার কিনে তা ব্যবহার করা বিপজ্জনক হতে পারে।

২. সর্বোচ্চ চার্জিং এড়িয়ে চলুন: আপনার মোবাইলকে ফুল চার্জ করবেন না, অর্থাৎ চার্জ করুন ৮০-৯০% পর্যন্ত।

৩. ফাস্ট চার্জিং এড়িয়ে চলুন: ফাস্ট চার্জিং ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। এই কারণে ২০ ওয়াট পর্যন্ত চার্জার ব্যবহার করতে পারবেন।

৪.রোদ এড়িয়ে চলুন: গরম স্থানে বা সরাসরি সূর্যের আলোতে মোবাইল রাখবেন না, কারণ অতিরিক্ত তাপের ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্থ হতে পারে।

৫. চার্জিং কেবলের দিকে খেয়াল রাখুন: সব সময় আসল বা ফোনের সঙ্গে দেওয়া চার্জিং কেবল ব্যবহার করুন। 

৬. বিছানায় ফোন রেখে চার্জ দেবেন না: বিছানা, সোফায় রেখে মোবাইল চার্জ দেওয়া থেকে বিরত থাকুন, কারণ এটি তাপ উৎপন্ন করতে পারে যা ব্যাটারির জন্য ভালো নয়।

৭. সারারাত চার্জিং এড়িয়ে চলুন: সারারাত মোবাইল চার্জ করা থেকে বিরত থাকুন, কারণ এটি ব্যাটারিকে অতিরিক্ত চার্জ করতে পারে এবং তাপ উৎপন্ন করতে পারে।

সঙ্গে থাকুন ➥