বাজেট 2 হাজার টাকা? এবারের ভ্যালেন্টাইনে প্রিয়জনকে উপহার দিন এই 5টি ইলেকট্রনিক্স

Published on:

Top Tech Gifting Ideas Under Rs 2000

Valentine’s Day offer: ভালোবাসার আনুষ্ঠানিক দিন বলে কিছু নেই, কিন্তু প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে এলেই কাছের সম্পর্কগুলির জন্য স্পেশাল কিছু করার কথা ভাবেন অনেকেই। এই বছরেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছেনা – ইতিমধ্যেই ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়েছে, আর মানুষজন তার জন্য কেনাকাটাও শুরু করেছেন। এমতাবস্থায় আপনিও যদি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য একটু অন্যরকম কোনো আইটেমের সন্ধানে থাকেন, বিশেষত আপনার যদি ২ হাজার টাকা বাজেটে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে গিফ্ট দেওয়ার ভাবনা থাকে, তাহলে Amazon India-তে রয়েছে কিছু সেরা বিকল্পের হদিশ। এক্ষেত্রে আপনি স্পিকার, ইয়ারবাড থেকে শুরু করে ছেলেদের গ্রুমিং কিট, মেয়েদের হেয়ার স্ট্রেইটনার সস্তায় পেয়ে যাবেন – আসুন ঝটপট দেখে নিই তালিকা।

২,০০০ টাকা বাজেটে ভ্যালেন্টাইন্স ডে-র জন্য সেরা এই ৫টি গিফ্ট

১. Zebronics Music Bomb X Pro 20W Speaker: অ্যামাজনে এই স্পিকারটি ৫৬% ছাড়ে ১,৯৯৯ টাকায় মিলছে।

এতে পোর্টেবল ডিজাইনের সাথে ২০ ওয়াট পাওয়ার আউটপুট, ২২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, আরজিবি লাইট এবং ইউএসবি, অক্স (Aux), এফএম (FM)-এর মতো কানেক্টিভিটি অপশন আছে।

২. Fire-Boltt Pheonix Ultra BT Calling Smartwatch: এর বর্তমান দাম ১,৮৯৯ টাকা।

এই স্মার্টওয়াচটিতে ১.৩৯ ইঞ্চি রাউন্ড ডিসপ্লে, স্টেইনলেস স্টিল ফিনিস, ১২০+ স্পোর্টস মোড, SpO2 সেন্সর এবং হার্ট রেট সেন্সর রয়েছে। এটি ইন-বিল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্টের ফিচারও অফার করবে।

৩. Havells Keratin Wide Hair Straightener with Digital Display: এটির দাম পড়বে ১,৬৯০ টাকা।

এই হেয়ার স্ট্রেইটনারটি ডিজিটাল ডিসপ্লের সাথে আসে এবং এতে তাপমাত্রা ইচ্ছেমতো অ্যাডজাস্ট করা যায়।

৪. Xiaomi Mi Grooming Kit: এই প্রোডাক্টের দাম ১,৬৪৯ টাকা।

এর রান টাইম ৯০ মিনিট এবং এতে নাক-কানের চুল ছাঁটা ব্লেড, একটি বিয়ার ব্লেড কম্বো, প্রিসিশন ব্লেড ইত্যাদি অপশন আছে।

৫. Mivi Duopods A750 TWS Earbuds: এটি ৬৫ শতাংশ ছাড়ে ১,৩৯৯ টাকায় বিক্রি হচ্ছে৷

ইয়ারবাডটি ১৩ মিমি ড্রাইভারের সাথে আসে এবং AI-ENC কলিং সমর্থন করে। এছাড়া এতে ন্যূনতম ৫৫ ঘন্টা প্লেটাইম পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥