সস্তায় কিনুন Samsung, Redmi ও Vivo স্মার্টফোন! চলছে Amazon Smartphone Upgrade Days সেল

Updated on:

ই-কমার্স সাইটগুলি একে অপরকে টেক্কা দিতে এবং গ্ৰাহকদের মন জয় করতে প্রায় প্রতি মাসে কোনো না কোনো সেলের আয়োজন করে। সেক্ষেত্রে এবার জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন নিয়ে এল “স্মার্টফোন আপগ্ৰেড ডেজ” (Smartphone Upgrade Days) সেল। এই সেলে টপ ব্র্যান্ডের লেটেস্ট স্মার্টফোন এবং গ্যাজেটের ওপর পাওয়া যাচ্ছে দুর্দান্ত সব অফার। এছাড়া ক্রেতারা এই সেলে নো কস্ট ইএমআই (No cost EMI) এবং এক্সচেঞ্জ অফারের (Exchange Offer) সুবিধা গ্রহণ করতে পারবে। পাশাপাশি, সিটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে স্মার্টফোন কিনলে পাওয়া যাবে দামের ওপর ১০% পর্যন্ত ছাড়।

অ্যামাজন আপগ্ৰেড ডেজ সেলের অফার এবং ডিসকাউন্টের কথা বললে, এই সেলে Samsung Galaxy M20s পাওয়া যাবে ৮,৯৯৯ টাকায়, ১০,৪৯৯ টাকায় কেনা যাবে Redmi 9 Power এবং Oppo F19 ফোনটি বিক্রি হচ্ছে ২৫,৯৯০ টাকায়।

এছাড়া OnePlus 8 Series 5G পকেটস্থ করা যাবে ৩৮,৯৯৯ টাকা থেকে। আবার Galaxy M12 ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে, ১২,৪৯৯ টাকায় মিলবে Redmi Note 9 Pro এবং ২২,৯৯৯ টাকায় ঘরে নিয়ে যাওয়া যাবে Samsung Galaxy M51।

অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কত দামে পাওয়া যাবে:

Samsung

Samsung Note 10 Lite- ২৭,৯৯৯ টাকা।
Samsung Galaxy S21 Plus 5G- ৮১,৯৯৯ টাকা।
Samsung Galaxy A12- ১২,৯৯৯ টাকা।
Samsung Galaxy A32- ২১,৯৯৯ টাকা।
Samsung A72- ৩৪,৯৯৯ টাকা
Samsung Galaxy S20 FE 5G- ৪৭,৯৯৯ টাকা।

Redmi ও Mi

Redmi Note 9 Pro Max- ১৪,৯৯৯ টাকা।
Redmi 9 Power- ১০,৪৯৯ টাকা।
Mi 10T 5G-৩২,৯৯৯ টাকা।
Redmi Note 9 Pro- ১২,৯৯৯ টাকা।
Redmi 9-১০,৯৯৯ টাকা।
Mi 10-৪৪,৯৯৯ টাকা।

Oppo

Oppo F19 Pro 5G-২৫,৯৯০ টাকা।
Oppo F19 Pro-২১,৪৯০ টাকা।
Oppo Reno 5 Pro- ৩৫,৯৯০ টাকা।
Oppo A31- ১১,৯৯০ টাকা।
Oppo A15- ১১,৪৯০ টাকা।
Oppo F17- ১৬,৯৯০ টাকা।

Vivo

Vivo Y12S- ৯,৯৯০ টাকা।
Vivo Y20- ১১,৪৯০ টাকা।
Vivo Y51A- ১৭,৯৯০ টাকা।
Vivo Y31- ১৬,৪৯০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥