Most Beautiful Car: বছরের সবচেয়ে হ্যান্ডসাম গাড়ি হিসেবে স্বীকৃতি পেল Audi e-tron GT

Published on:

বিশ্বের ‘সর্বাধিক সুদর্শন গাড়ি’র তকমা পেল জার্মান অটোমোবাইল সংস্থার যান Audi e-tron GT। ভারতের প্রথম ইলেকট্রিক সুপারকার হিসেবে গত সেপ্টেম্বরে দেশের মাটিতে পা রেখেছিল Audi e-tron GT। এর অত্যাশ্চর্য ডিজাইন যেমন – প্রোমিনেন্ট গ্রিল, স্লিক এলইডি হেডলাইট এবং টারবাইনের ন্যায় দেখতে অ্যালয় হুইল, যা বাস্তবেই নজর কাড়ে। সৌন্দর্যের বিচারে জার্মানির 2021 Goldenes Lenkrad (c) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ্য সম্মান স্বরূপ ‘World’s Most Beautiful Car of the Year’-এর শিরোপা ছিনিয়ে নিয়েছে Audi e-tron GT।

তবে বিশ্বের সুন্দরতম গাড়ির তকমা পেতে যথেষ্টই লড়াই করতে হয়েছে অডি ই-ট্রন জিটি-কে। বিশ্বের সেরা ৬৯টি গাড়ির সাথে জোরদার লড়াই করে তবেই সর্বাধিক সৌন্দর্যের শিরোপা করায়ত্ত করা সম্ভব হয়েছে। অটো বিল্ড (Auto Bild) নামক ইউরোপের এক নামী অটোমোটিভ ম্যাগাজিনের সংস্থা এই প্রতিযোগিতাটি আয়োজন করেছিল। সমগ্র ইউরোপে যাদের Bild am Sonntag নামের সংবাদপত্রও রয়েছে। প্রতিযোগিতায় সমগ্র বিশ্বের ১২টি বিভাগের সেরা ৭০টি মডেলের গাড়ি অংশ নিয়েছিল। শর্ত ছিল উক্ত ম্যাগাজিনের পাঠকরা যেই গাড়িটিকে সর্বাধিক ভোট দান করবে সেই পাবে সেরার শিরোপা। সেই অনুযায়ী Audi e-tron GT সর্বাধিক ভোট পেয়ে জিতে নেয় সর্বোত্তম সুদর্শনের শিরোপাটি।

৪৫তম গোল্ডেন স্টিয়ারিং হুইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে Axel-Springer-Haus নামক বার্লিনের একটি সাংবাদিকদের ক্লাবে অটো মোটর এবং স্পোর্ট ম্যাগাজিনটির তরফে সর্বাধিক সৌন্দর্যের গাড়ির শিরোপার স্কাল্পচারটি Audi-র সিইও Markus Duesmann-এর হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে সংস্থার সিইও মার্কাস বলেছেন, “ডিজাইনের দিক থেকে e-tron GT আমাদের সংস্থাটিকে অটোমোটিভ ডিজাইন ব্র্যান্ড হিসেবে ফুটিয়ে তুলেছে। হৃদয়-হরণকারী পারফরম্যান্স দিয়ে এটি গাড়ির দুনিয়ায় সবচেয়ে আবেগপূর্ণ হয়ে উঠেছে।”

শুধু সর্বাধিক সৌন্দর্যের শিরোপাই নয়, একই সাথে বিলাসবহুল বিভাগে German Car of the Year 2022 অ্যাওয়ার্ডটিও জিতেছে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল Audi e-tron GT। এদিকে ২০২৬ এর মধ্যে নিজেদের সমস্ত গাড়ি বৈদ্যুতিক ভার্সনে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে Audi।

সঙ্গে থাকুন ➥