বড় খবর: ১৫ই আগস্ট চালু হচ্ছে BSNL 4G, Jio, Airtel-দের টেক্কা দিতে শীঘ্রই আসছে 5G পরিষেবাও

Updated on:

আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশে নিজস্ব 4G পরিষেবা চালুর পাশাপাশি 5G নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) প্রযুক্তি স্থাপন করতে চলেছে বিএসএনএল (BSNL)? অন্তত তেমনই ইঙ্গিত কিন্তু উঠে এলো সি -ডট (C-DoT) অর্থাৎ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্সের গুরুত্বপূর্ণ পদাধিকারী রাজকুমার উপাধ্যায়ের বক্তব্যে। সংবাদ সংস্থা পিটিআইয়ের (PTI) রিপোর্টে সদ্য এমনই সম্ভাবনার কথা সামনে এসেছে, যেখানে উপাধ্যায়ের দাবি, বেসরকারি টেলকোদের সাথে পাল্লা দিতে খুব দ্রুত BSNL তাদের 5G নন-স্ট্যান্ডঅ্যালোন প্রযুক্তি জনসমক্ষে আনতে পারে। বলা বাহুল্য উপাধ্যায়ের এমন বক্তব্যে BSNL অনুরাগীদের মধ্যে বর্তমানে খুশির হাওয়া বইছে।

প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী ১৫ই আগস্ট হতে চলেছে BSNL 4G পরিষেবার সূচনা

এদিকে বিএসএনএলের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পি কে পূর্বার সম্প্রতি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছাকে সম্মান জানাতেই তারা আগামী ১৫ই আগস্ট আনুষ্ঠানিকভাবে 4G লঞ্চের কথা ভাবছেন। একই দিনে বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলিও দেশে পরবর্তী প্রজন্মের 5G প্রযুক্তি লঞ্চ করতে চলেছে।

উল্লেখ্য, এর মধ্যেই আবার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি 5G সংক্রান্ত প্রশ্ন বিএসএনএলের পক্ষে বিশেষ আবেদন পেশ করে। কমিটির দাবি, 5G স্পেক্ট্রাম নিলামের ক্ষেত্রে সরকার বিএসএনএলের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবেনা।

প্রসঙ্গত জানিয়ে রাখি, টিসিএস (TCS) বা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সহায়তায় রাষ্ট্রায়ত্ত বিএসএনএল সম্প্রতি তাদের 4G ট্রায়ালের কাজ সমাপ্ত করেছে। এক্ষেত্রে টেলকো প্রযুক্তিগত সহায়ক হিসেবে সি-ডট প্রতিষ্ঠানকে পাশে পেয়েছে।

অবশ্য 4G ট্রায়ালে সাফল্য পেলেও BSNL এই মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে। আসলে বর্তমানে কেন্দ্রীয় সরকার বিএসএনএলের সাথে ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেড বা BBNL -কে জুড়তে চাইছে। এছাড়া কিছুদিন ধরে তারা BSNL-MTNL সংযুক্তিকরণের কথা চিন্তা করছেন যাতে সাধারণ বিএসএনএল কর্মচারীদের তীব্র আপত্তি রয়েছে।

কবে 4G গিয়ারের অর্ডার দেবে BSNL?

এক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য অনুযায়ী ধরে নেওয়া যায় যে সামনের এপ্রিল মাসেই (২০২২) বিএসএনএল প্রয়োজনীয় 4G গিয়ারের অর্ডার দিতে চলেছে। তবে এতে অযথা দেরি হলে তা আলোচ্য টেলকোর নেটওয়ার্ক আপগ্রেডেশনের পক্ষে বাধা হয়ে দাঁড়াবে বলে আমাদের ধারণা।

সঙ্গে থাকুন ➥