iPhone SE 3 কখন লঞ্চ হবে? থাকবে শক্তিশালী Apple A14 Bionic প্রসেসর

Published on:

এন্ট্রি লেভেল প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটেগরির অন্যতম জনপ্রিয় ও প্রশংসনীয় নাম হল iPhone SE (2020)। ডিভাইসটি iPhone-এর সবচেয়ে সস্তা মডেল হলেও, ফিচার বা পারফরম্যান্সের দিক থেকে এতে কোনোপ্রকার খামতি নেই। চলতি বছরের শেষের দিকে iPhone SE (2021)-এর সাক্সেসর লঞ্চ হবে বলে আমরা অনুমান করছিলাম। যদিও লেটেস্ট রিপোর্ট বলছে,  iPhone SE (2021)-এর সাক্সেসর বা iPhone SE 3 এবছর লঞ্চ না হতেও পারে, এবং আগামী বছর সেটি আসবে। আবার সরাসরি সাক্সেসর রিলিজ করার বদলে Apple এটির Plus ভার্সন বা iPhone SE Plus লঞ্চ করতে পারে বলেও জল্পনা রয়েছে। এছাড়া iPhone SE 3 ফোনে‌ 5G সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে। আসুন ফোনটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

iPhone SE 3: ডিজাইন

স্লোভাকিয়ান ব্লগ Svetapple.sk এর আগে iPhone SE 3 এর কনসেপ্ট রেন্ডার ফাঁস করেছিল। সম্প্রতি ব্লগটি থেকে বেশ কিছু রেন্ডার শেয়ার করা হয়েছে। সেই অনুযায়ী, iPhone SE 3 পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে৷ উল্লেখ্য, এগজিস্টিং iPhone SE মডেলের ফ্রন্ট প্যানেলের উপরে ও নিচে বড় বেজেল রয়েছে। সুতরাং অরিজিনাল  iPhone SE ও  iPhone SE (2020)-এর তুলনায় আপকামিং মডেলে বড়সড় আপগ্রেড দেখা যাবে।

iPhone SE 3 স্মার্টফোনে ফ্ল্যাট ফ্রেম থাকবে যা iPhone 12 সিরিজের ডিজাইনকে মনে করাবে। ডিভাইসটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা সহ আসবে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল iPhone SE 3-এ কোনো হোম বাটন থাকবে না। ব্লগটি উল্লেখ করেছে যে, লেটেস্ট iPad Air-এর মতো এর পাওয়ার কী-তে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

iPhone SE 3: স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে, iPhone SE 3 5.4 ইঞ্চি LCD প্যানেল, f/1.6 লেন্স সহ 12 মেগাপিক্সেল সেন্সর, Apple A14 Bionic প্রসেসর, এবং 4 জিবি র‌্যাম সহ আসবে। এটি 64 জিবি, 128 জিবি, ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

iPhone SE 3: দাম

iPhone SE 3-এর দাম শুরু হবে 499 ডলার থেকে (প্রায় 36,400 টাকা)। এটি 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে। আবার ভারতে স্থানীয়ভাবে iPhone SE 3 উৎপাদিত হতে শুরু করলে 40,000 টাকার কমে এটি ভারতে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥