Tesla থেকে Hyundai, বিশ্বের সেরা পাঁচটি ইলেকট্রিক গাড়ি নির্মাতা কারা দেখে নিন

Updated on:

ভারত সহ সমগ্র বিশ্বে ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি ও মোটর চালিত যানবাহনের উৎপাদন তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ২৯ লক্ষেরও অধিক বৈদ্যুতিক মোটরযান বিক্রি করেছে বিশ্বের তাবড় বহুজাতিক অটোমোবাইল সংস্থাগুলি। এবছরের সেপ্টেম্বর পর্যন্ত প্লাগ-ইন গাড়ি বিক্রি হয়েছে ৪২,৫৬,০০০ ইউনিট। এই প্রতিবেদনে বিশ্বের বৃহত্তম পাঁচটি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা সম্পর্কে আলোচনা করা হল।

১) Tesla

তালিকার প্রথমেই রয়েছে টেসলা। আমেরিকার পরিবেশবান্ধব গাড়ি প্রস্তুতকারী এই সংস্থাটি প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ি তৈরি করে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ৬,২৭,৩৭১ ইউনিট গাড়ি বিক্রি করেছে সংস্থাটি, যা সমগ্র বিশ্বের বৈদ্যুতিক গাড়ি সেগমেন্টের ২১ শতাংশেরও অধিক। বহুল পরিচিত টেসলার মডেল ৩ (Model 3) হল সংস্থার সর্বাধিক বিক্রিত গাড়ি। গত বছর ৩,৬৫,২৪০ ইউনিট বিক্রি হাওয়ায় এটির দখলে রয়েছে বিশ্বের ১২ শতাংশ বৈদ্যুতিক কারের বাজার। সংস্থার অন্য দুটি বিখ্যাত মডেল ওয়াই (Model Y) ও মডেল এস (Model S)। এরমধ্যে মডেল ওয়াই (Model Y) হল সংস্থাটির দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি।

২) SAIC Motor

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা এসএআইসি মোটর যা SAIC-GM-Wuling গ্রুপের অংশ। ইতিমধ্যেই ব্রিটিশ সংস্থা এমজি মোটর (MG Motor) এর মালিকানা পেয়েছে। এবছর এখনো পর্যন্ত মোট ৪,১১,১৬১ ইউনিট ইলেকট্রিক কার বিক্রি করেছে সংস্থাটি। বিশ্বের বৈদ্যুতিক কার বাজারের ১৪ শতাংশ শেয়ার রয়েছে এসএআইসি মোটরের দখলে। গতবছর সংস্থার Wuling HongGuang মিনি ইলেকট্রিক গাড়িটি ১,১৯,২৫৫ ইউনিট বিক্রি হয়েছে। চীনে টেসলার পর সর্বাধিক জনপ্রিয় এই সংস্থাটি।

৩) Volkswagen Group

জার্মান অটো জায়ান্ট সংস্থা ভক্সওয়াগেন তালিকার তৃতীয় স্থানটি দখল করেছে। সংস্থাটি ইউরোপের বাজার ধরার আগে টেসলার সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে যে মুখিয়ে রয়েছে তা এখন সকলেরই জানা। Skoda, Audi, Lamborghini, Bentley ও Porsche-এর মতো নামিদামি সংস্থাগুলির মালিক হল ভক্সওয়াগেন। এবছর সংস্থাটি নিজেদের ২,৯২,৭৬৯ ইউনিট গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে। যদিও গাড়ি বিক্রির নিরিখে সংস্থাটি টেসলার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তবুও সমগ্র বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বাজারের ১০ শতাংশ শেয়ার সংস্থাটির দখলে।

৪) BYD

চীনের দ্বিতীয় এবং সমগ্র বিশ্বের চতুর্থ বৃহত্তম ইলেকট্রিক অটোমোবাইল সংস্থা হল বিওয়াইডি। গেল বছর নিজেদের ১,৮৫,৭৯৬ টি পরিবেশবান্ধব গাড়ি বিক্রি করেছে সংস্থাটি। সমগ্র বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বাজারের ৬.৫% শেয়ারের মালিক বিওয়াইডি। ইলেকট্রিক গাড়ির পাশাপাশি ব্যাটারি-পাওয়ার্ড বাস, ট্রাক এবং আরো অন্যান্য যানবাহন তৈরি করে এই সংস্থা। অন্যান্য গাড়ির মধ্যে ই৬ থ্রি-রো ইলেকট্রিক এমপিভি গাড়িটি সদ্য লঞ্চ করেছে সংস্থাটি।

৫) Hyundai

তালিকার পঞ্চম স্থানে জায়গা পেলেও হুন্ডাই এর গাড়িগুলো যথেষ্ট জনপ্রিয়। কোরিয়ান অটো জায়ান্ট সংস্থাটি বর্তমানে বৈদ্যুতিক ক্ষেত্রে নিজেদের ব্যবসা বাড়ানোয় মনোনিবেশ করেছে। সংস্থার কোনা ইলেকট্রিক এসইউভি গাড়িটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে বাজারে। এবছর মোট ১,৩৯,৮৮৯ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে হুন্ডাই। বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বাজারের ৫ শতাংশ শেয়ার রয়েছে এদের।

সঙ্গে থাকুন ➥