মধ্যবিত্তের মন জয়ে হাজির OnePlus Ace 3V, সুন্দর ক্যামেরা সহ রয়েছে 100W ফাস্ট চার্জিং

Updated on:

OnePlus Ace 3V Launched in China

দীর্ঘদিনের জল্পনার পর, ওয়ানপ্লাস অবশেষে চীনে লঞ্চ করলো তাদের Ace সিরিজের পরবর্তী স্মার্টফোন, OnePlus Ace 3V। মনে করা হচ্ছে যে, এটি আগামী দিনে OnePlus Nord 4 হিসাবে ভারতে আসতে পারে। এই ফোনে রয়েছে ওলেড (OLED) ফ্ল্যাট ডিসপ্লে, Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর, বিশাল 5,500 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। আসুন তাহলে OnePlus Ace 3V-এর স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus Ace 3V-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ওয়ানপ্লাস এস 3ভি-এ 1.5কে রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,100 নিট পিক ব্রাইটনেস এবং 2,160 হার্টজ পিডাব্লিউএম ডিমিং সহ 6.74 ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে৷ টপ-এন্ড মডেলগুলির মতোই ওয়ানপ্লাস তাদের অ্যালার্ট স্লাইডারটিকে এই হ্যান্ডসেটেও বাম দিকে স্থানান্তরিত করেছে। এই 5G ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP65 রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে। লেটেস্ট ওয়ানপ্লাস স্মার্টফোনটি ম্যাজিক পার্পল সিলভার এবং টাইটানিয়াম গ্রে – এই দুই কালার অপশনে উপলব্ধ।

কর্মক্ষমতার ক্ষেত্রে, ওয়ানপ্লাস এস 3ভি কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক 16 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এই নতুন OnePlus ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। চার বছর মেজর অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ পাবে বলেও দাবি করা হয়েছে। এতে ডুয়েল গেমিং অ্যান্টেনা এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মতো ফিচারও মিলবে, যার দ্বারা ইউজার মোবাইল ফোন ব্যবহার করে তার টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 3V-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং প্রোএক্সডিআর (ProXDR) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি রিয়ার সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের Sony IMX355 সেকেন্ডারি সেন্সর অবস্থান করছে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, হ্যান্ডসেটটিতে ডুয়েল স্টেরিও স্পিকারও উপস্থিত রয়েছে।

এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 3V বিশাল 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে এবং রিটেইল বক্সে একটি চার্জারও অন্তর্ভুক্ত করেছে সংস্থা। পরিশেষে নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

OnePlus Ace 3V-এর দাম এবং লভ্যতা

চীনের বাজারে নতুন OnePlus Ace 3V-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির মূল্য 1,999 ইউয়ান (প্রায় 23,080 টাকা) নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ফোনটির উচ্চতর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 2,299 ইউয়ান (প্রায় 26,545 টাকা) এবং 2,599 ইউয়ান (প্রায় 33,500 টাকা)। ফোনটি শীঘ্রই OnePlus Nord 4 নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে।

সঙ্গে থাকুন ➥