Sunil Narine: লখনউতে উঠলো নারিন ঝড়, সবাইকে চমকে বড় ইনিংসে আরো একবার গেলেন শতরানের কাছে

আজ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে সুনীল নারিন তার ৮১ রানের ইনিংসের সাথে এই মরশুমে অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন।

Updated on:

Sunil Narine hits unbelievable 81 runs knock in Lsg vs kkr match at lucknow ipl 2023

আজ আবারও একবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ব্যাটিং লাইনআপের স্তম্ভ হয়ে দাঁড়ালেন সুনীল নারিন (Sunil Narine)। আজ লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলে এবার আইপিএলে (IPL 2024) আরও একবার ক্রিকেটপ্রেমীদের মন জিতলেন তিনি। তবে এবার কলকাতার ইডেন গার্ডেন্সে নয়, লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে জ্বলে উঠলো নারিনের ব্যাট।

আজ পাওয়ারপ্লে থেকে দায়িত্ব নিয়ে দশম ওভারে মাত্র ২৭ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। তবে এরপরেও থেমে থাকেনি নারিনের ব্যাট। শেষপর্যন্ত ৩৯ বলে ৮১ রান করে মাঠ ছাড়েন তিনি। তাকে ফেরান রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। উল্লেখ্য এটি এবার আইপিএলে তার তৃতীয় অর্ধশতরান, এছাড়া একটি শতরানও করেছেন তিনি। আজ তার রানের ইনিংসে সামিল ছিল ৭ টি সুবিশাল ছক্কা এবং ৬ টি বাউন্ডারি। এছাড়া স্টাইকরেট প্রায় ২০৮ এর।

আজ সুনীল নারিন তার এই ৮১ রানের ইনিংসের সাথে এই মরশুমে অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন তিনি। বিরাট কোহলি (Virat Kohli) এবং রুতুরাজ গায়কওয়াডের (Ruturaj Gaikwad) পরে তৃতীয় স্থানে উঠে আসেন তিনি। তার সংগ্রহ ১১ ইনিংসে ৪৬১ রান। এই মরশুমে ৪১.৬১ এর গড়ে ব্যাটও করতে দেখা গেছে নারিনকে।

আজ নারিনের এই ৮১ রানের ইনিংসের সহায়তা করেছেন ফিল সল্ট (Phil Salt) এবং অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। সল্ট ১৪ বলে ৩২ রান করে দুদ্ধর্ষ ইনিংসের সূচনা করার পর উইকেট হারালেও, সেই রানের গতি এগিয়ে নিয়ে যান নারিন। অন্যদিকে অঙ্গকৃশও তাকে রান দিয়ে সহায়তা করছিলেন। এরপর কেকেআরের ইনিংস ১৪০ করার পর উইকেটটি দিয়ে বসেন নারিন।

সঙ্গে থাকুন ➥