Smart TV: 55 ইঞ্চি স্ক্রিনের সেরা 5 স্মার্ট টিভি এখন পাবেন অনেক কম মূল্যে, রয়েছে OLED ডিসপ্লে

বিভিন্ন রেঞ্জের পাঁচটি Smart TV এখন পাওয়া যাচ্ছে দুর্দান্ত অফারের সাথে

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই বিভিন্ন রকম ভিডিও বা ওটিটি প্ল্যাটফর্মে নানারকম কনটেন্ট দেখতে ভালোবাসেন। আর স্মার্টফোনের (Smartphone) মতোই এখন Smart TV-তেও এই সুবিধাগুলি পাওয়া যায়। ফলে অনেক মানুষই পুরনো টিভি বদলে এখন Smart TV কিনতে চাইছেন। আপনিও যদি Smart TV কিনবেন বলে ভেবে থাকেন, কিন্তু বিভিন্ন কারণে সেই ভাবনা বাস্তবে পরিণত করতে না পারেন, তাহলে আর চিন্তা করবেন না। কারণ, আজ এই প্রতিবেদনে বিভিন্ন রেঞ্জের পাঁচটি Smart TV-র কথা আলোচনা করবো, যেগুলি এখন সস্তায় পাওয়া ঊ।

১) Blaupunkt স্মার্ট টিভি

দাম ৩৯,৯৯৯ টাকা

৫৫ ইঞ্চির এই স্মার্ট টিভিতে কিউএলইডি প্যানেল সহ ৬০ ওয়াটের চারটি স্পিকার দেওয়া হয়েছে। এছাড়া এই টিভিতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টার এবং গুগল টিভিও সাপোর্ট করে। আর আপনি এটি জনপ্রিয় শপিং অ্যাপ Flipkart-এর মাধ্যমে কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ব্যাঙ্ক অফারও।

২) Hisense স্মার্ট টিভি

দাম ৩৫,০০০ টাকা

এই স্মার্ট টিভিতেও একটি ৫৫ ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিটস ব্রাইটনেস অফার করে। এতে আলট্রা এইচডি ৪কে প্যানেল উপস্থিত। হাইসেন্সের এই স্মার্ট টিভিতে আছে গুগল টিভি ওএস এবং ছয়টি ১০২ ওয়াট জেবিএল স্পিকার।

৩) OnePlus Y1S Pro (৫৫ ইঞ্চি) স্মার্ট টিভি

দাম ৩৭,৯৯৯ টাকা

ওয়ানপ্লাসের এই টিভিটি ৪কে রেজোলিউশন অফার করে। এটিতে ২৪ ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি স্পিকার রয়েছে, যা ডলবি অডিও সাপোর্ট করে। এছাড়াও, এই স্মার্ট টিভিতে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ওএস এবং মিডিয়াটেক এমটি ৯৬১২ প্রসেসর।

৪) Vu GloLED স্মার্ট টিভি

দাম ৩৯,৯৯৯ টাকা

এই স্মার্ট টিভিতে একটি ৫৫ ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে, যা ৪কে রেজোলিউশন অফার করে। এছাড়াও, এতে একটি এলইডি প্যানেলও উপস্থিত। আর এই ডিভাইসটিতে আছে ডিজে সাবউফার, যার আউটপুট ১০৪ ওয়াট। তাছাড়াও, এতে আছে ডলবি অ্যাটমস সহ ৫টি স্পিকার।

iFFALCON TCL স্মার্ট টিভি

দাম ২৮,৯৯৯ টাকা

২ জিবি র‍্যাম সহ আসা আইফালকনের এই টিভিতে গুগল টিভি ওএস সাপোর্ট করে। আর এটি একটি বেজেলহীন ডিজাইন সহ এসেছে। ৫৫ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ঠ এই স্মার্ট টিভিটি ২৭০ নিটস ব্রাইটনেস ও ডলবি অডিও অফার করে।