Infinix Hot 10S আসছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে, গেম খেললেও গরম হবে না ফোন

infinix-hot-10s-flipkart-reveals-90hz-display-helio-g85-soc-48mp-camera

Infinix বাজেট সেগমেন্টে চমৎকার ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে। সেই ধারা বজায় রেখে সংস্থাটি আগামী ২০ মে ভারতে Infinix Hot 10S লঞ্চ করতে চলেছে। উল্লেখ্য, স্মার্টফোনটি এপ্রিলের শেষে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়ে গিয়েছিল। Infinix Hot 10S-এর ভারতে আগমনের আগে ডিভাইসটির ল্যান্ডিং পেজ বা মাইক্রোসাইট ফ্লিপকার্টে তৈরি করা হয়েছে। প্রথমে সেখান থেকে Infinix Hot 10S-এর ক্যামেরা ফিচার সামনে এসেছিল। এখন ফ্লিপকার্ট থেকে স্মার্টফোনটির ছবি সহ আরও কিছু ফিচার প্রকাশিত হয়েছে।

সামনে আসা ছবিতে কিছুটা সরু চিনের সাথে ইনফিনিক্স হট ১০এস-এর ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ ডিজাইন দেখা যাচ্ছে। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরে চলবে। এটি গেমিং প্রসেসর হওয়ার জন্য ইনফিনিক্সের দাবি, গেম খেলার সময় ফোনে স্ক্রিন টিয়ারিং বা হিটিং জনিত সমস্যা দেখা যাবে না।

এছাড়া, ইনফিনিক্স হট ১০এস এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এটি ২৪০এফপিএস স্লো-মো-ভিডিও রেকর্ডিং, টাইম ল্যাপস ভিডিও, ভিডিও বোকেহ সহ বিভিন্ন ফটোগ্রাফি ফিচার অফার করবে। ফোনটি ভারতে ১০,০০০ টাকার কমে আসবে বলে ইনফিনিক্স আগেই জানিয়েছিল। ফ্লিপকার্টের মাইক্রোসাইটেও ইনফিনিক্স হট ১০এস ১০,০০০ টাকার কমে আসবে বলে উল্লেখ আছে।

ইন্দোনেশিয়ায় মতো ভারতেও Infinix Hot 10s ভারতে ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, ৪ জিবি / ৬ জিবি র‌্যাম, ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬,০০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি সহ আসবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

টেকগাপে শুভ্রর প্রথম প্রযুক্তি বিষয়ক লেখায় হাতেখরি৷ স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি এখানেই চলতে থাকে শুভ্রর লেখালেখি৷ কলেজের অধ্যায় শেষ হওয়ার পর শুভ্র এখন টেকগাপের কনটেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷