এবছর আসছে না iPhone 15 Pro Max, বাজার ধরতে Apple এর বাজি iPhone 15 Ultra

Apple iPhone 15 Pro Max মডেলের নাম বদলে iPhone 15 Ultra রাখা হতে পারে

আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চের মুখ দেখতে চলা Apple iPhone 15 সিরিজকে ঘিরে গ্যাজেট প্রেমীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। যার ফলে আলোচ্য লাইনআপ সম্পর্কে একের পর এক খবর সামনে আসছে। আজ জানা গেছে যে iPhone 15 Pro Max মডেলটির নাম পরিবর্তিত করে iPhone 15 Ultra রাখার পরিকল্পনা করছে টিম কুকের সংস্থা। উক্ত মডেলের নামকরণ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন Apple Insider -এর প্রতিনিধি অ্যান্ড্রু ও’হারা (Andrew O’Hara)। তবে নাম বিষয়ক তথ্যের পাশাপাশি ‘Pro Max’ বা ‘Ultra আইফোনের ক্যামেরা কিরকম হবে সেই সংক্রান্ত খবরও সামনে আনা হয়েছে।

Apple iPhone 15 Pro Max মডেলের নাম বদলে iPhone 15 Ultra রাখা হতে পারে

অ্যান্ড্রু ও’হারার একটি লেটেস্ট টুইট থেকে জানা গেছে, আপকামিং অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলটিকে এই বছর নামফেরে আইফোন ১৫ আল্ট্রা হিসাবে নিয়ে আসা হতে পারে। ও’হারা জানিয়েছেন, তিনি একাধিক বিশ্বস্ত সূত্র মারফত এই খবর পেয়েছেন। যদিও আইফোন ১৫ সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের যেহেতু এখনো এক মাস বাকি, সেহেতু এই তথ্য গুজব নাকি ১০০% সত্যি সেই বিতর্কে যেতে চাইছেন না টেক বিশ্লেষক। তবে এর আগেও অ্যাপল ডিভাইস সংক্রান্ত অ্যান্ড্রু ও’হারার একাধিক দাবি সত্যি প্রমাণিত হওয়ায়, সম্ভাবনা আছে এই খবরও হয়তো সত্যি হবে।

অ্যাপলকে পূর্বেও লঞ্চের ঠিক আগেভাগে তাদের ডিভাইসের নাম পরবর্তন করার সিদ্ধান্ত নিতে দেখা গেছে। ফলে এটা আমাদের কাছে অবাক হওয়ার মতো বিষয় নয়। তবে নামের সাথে সিরিজের ‘নাম্বারিং’ জড়িত থাকায়, দেখার বিষয় হবে যে সংস্থাটি ‘আল্ট্রা’ মডেলটিকে টপ-এন্ড ভ্যারিয়েন্টের অবস্থানে বসাবে নাকি এটি ‘প্রো’ মডেলের নিচে থাকবে। নাম পরিবর্তনের বিষয়ে কিছু টেক বিশ্লেষকদের দাবি, অ্যাপল হয়তো স্যামসাং গ্যালাক্সি এস আল্ট্রা (Samsung Galaxy S Ultra) সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে।

জানিয়ে রাখি, গত বছর অ্যাপল ওয়াচ আল্ট্রা (Apple Watch Ultra) টেক জায়ান্টটির সর্বাধিক ব্যয়বহুল ওয়্যারেবল হিসাবে আত্মপ্রকাশ করেছিল। ফলে ১৫তম সিরিজের অধীনে আসন্ন এই আইফোনের নামের পাশে ‘আল্ট্রা’ শব্দের উপস্থিতি বর্ধিত দামের ইঙ্গিতই দিচ্ছে। এছাড়া সম্প্রতি কানাঘুষোও শোনা যাচ্ছে যে, পরবর্তী প্রজন্মের অ্যাপল হ্যান্ডসেটের দাম পূর্বসূরিদের থেকে তুলনায় বেশ কিছুটা বেশি রাখা হবে। ফলে আইফোন ১৫ আল্ট্রার দাম আদৌ ক্রেতাদের মনের মতো হবে কিনা তা দেখতে আমরা যথেষ্ট উৎসুক।

Apple iPhone 15 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং Apple iPhone 15 Ultra মডেলে সংস্থার ইন-হাউস তথা সর্বশেষ ৩এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৭ বায়োনিক (A17 Bionic) চিপসেট ব্যবহার করা হবে। আলোচ্য ফোনে র‌্যাম বুস্ট ফিচার থাকতে পারে এবং এটি ডায়নামিক আইল্যান্ড ফাঙ্কশনালিটি সহ ১২০ হার্ট প্রোমোশন ডিসপ্লে প্যানেলের সাথে আসতে পারে।

Apple iPhone 15 Ultra মডেলের ক্যামেরা বিভাগ সংক্রান্ত বেশ কয়েকটি তথ্যও নিশ্চিত করেছেন অ্যান্ড্রু ও’হারা। যেমন এতে – নতুন Sony IMX9-ভিত্তিক ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর থাকবে। জানা যাচ্ছে, অ্যাপল এই বছর টপ-এন্ড ভ্যারিয়েন্টের আল্ট্রা-ওয়াইড লেন্স আপগ্রেড করবে না হয়তো। তবে iPhone 15 Ultra ফোনের তৃতীয় ক্যামেরা হিসাবে ৬এক্স অপটিক্যাল জুম সমর্থিত ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স দেওয়া হবে। যদিও অ্যান্ড্রু ও’হারা তার একটি সাম্প্রতিক টুইটে দাবি করেছেন যে, তৃতীয় লেন্সের জুমিং পাওয়ার ৬এক্স নয় বরং ১০এক্স হবে।