Apple Watch Series 9: হাত নাড়িয়েই কল রিসিভ বা কেটে দেওয়া যাবে, অ‌্যাপল ওয়াচ সিরিজ ৯ ভারতে লঞ্চ হল

ভারতীয় বাজারে Apple Watch Series 9-এর দাম শুরু হচ্ছে ৪১,৯৯০ টাকা থেকে

ভারতে অ্যাপল স্মার্টওয়াচের নতুন রেঞ্জ লঞ্চ হল, যার নাম Apple Watch Series 9। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত একটি ইভেন্টে সংস্থাটি iPhone 15 সিরিজের সাথে এই স্মার্টওয়াচের উপর থেকে পর্দা সরিয়েছে। পূর্বসূরির তুলনায় একাধিক আকর্ষণীয় ও উন্নতমানের ফিচার সহ এসেছে নতুন এই ওয়্যারেবল ডিভাইস। চলুন নতুন Apple Watch Series 9 স্মার্টওয়াচের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Apple Watch Series 9-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Apple Watch Series 9-এর দাম শুরু হচ্ছে ৪১,৯৯০ টাকা থেকে। এটি স্টারলাইট, সিলভার, মিডনাইট এবং রেড কালার অপশনে অ্যালুমিনিয়াম কেসিংয়ে পাওয়া যাবে। আবার স্টিল ডিজাইনের মধ্যে এতে থাকবে গোল্ড, সিলভার এবং গ্রাফাইট কালার অপশন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঘড়িটি প্রি অর্ডার করা যাবে।

Apple Watch Series 9-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Apple Watch Series 9 সিরিজটি এজ টু এজ কার্ভড ডিজাইনে রেটিনা স্ক্রিন সহ এসেছে, যা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। আবার এই ডিসপ্লেটি ২০০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস অফার করতে সক্ষম। এটি দুটি স্ক্রিন সাইজে পাওয়া যাবে – ৪১ এমএম এবং ৪৫ এমএম। এদিকে নতুন এস৯ চিপ দ্বারা চালিত এই ওয়্যারেবলে আলট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট করবে এবং এতে পাওয়া যাবে ৩২ জিবি অন বোর্ড স্টোরেজ। আবার পূর্বসূরীর মতো এতে থাকছে সুইম প্রুফ, ডাস্ট এবং ক্র্যাক প্রতিরোধী রেটিং সহ ফল ডিটেকশন, ইমার্জেন্সি এসওএস এবং কার ক্রাশ ফিচার। এখানে জানিয়ে রাখি, নতুন স্মার্টওয়াচের উন্নতমানের এই চিপে থাকছে নতুন ৪ কোর নিউট্রাল ইঞ্জিন, যা পূর্বসূরির তুলনায় আরো দু গুন দ্রুত মেশিন লার্নিং টাস্ক করতে পারবে।

আবার হেলথ সেন্সর হিসাবে ঘড়িটিতে উপস্থিত হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, টেম্পারেচার সেন্সর ইত্যাদি। সেই সঙ্গে ঘড়িটি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন ট্র্যাক করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থাটি তাদের এই নতুন প্রোডাক্টে এনেছে ডবল ট্যাপ জেসচার। ফলে ব্যবহারকারী যখন তার বুড়ো আঙ্গুল বা তর্জনি দিয়ে অন্যান্য কাজ করবেন তখন কেবলমাত্র হাত নাড়িয়েই কল রিসিভ করা বা কেটে দেওয়া কিংবা অ্যালার্ম বন্ধ করার মত অন্যান্য কাজ করা সম্ভব। প্রকৃতপক্ষে বলতে গেলে, এটি একটি ভার্চুয়াল ক্রাউনের মত কাজ করবে। তবে এই ফিচারের জন্য ব্যবহারকারীদের আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে তারা এই ফিচারটি পাওয়া যাবে। সফটওয়্যার প্রসঙ্গে বলতে গেলে, নতুন স্মার্টওয়াচটি নেমড্রপ ফিচার সহ ওয়াচ ওএস ১০ সফটওয়্যার রান করবে।

এছাড়া এই স্মার্টওয়াচের অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল সেলুলার কানেক্টিভিটি, ব্লুটুথ মেডিটেশন, নতুন ওয়াচ ফেস, লো পাওয়ার মোড, উন্নতমানের সাইক্লিং ট্র্যাকার হোম পড ইন্টিগ্রেশন এবং সিরি ভয়েস সাপোর্ট। এবার আসা যাক Apple Watch Series 9 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা ঘড়িটি একবার চার্জে ১৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।