Top 5 Two Wheeler Brands: বিক্রির নিরিখে দেশের সেরা, এই সংস্থার ধারেকাছে কেউ নেই

Updated on:

Top 5 Best Selling 2 Wheeler Brand

পরিসংখ্যান বলছে, গত মাসে ভারতে মোট ১৪.৭১ লক্ষ টু-হুইলার বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ ২০২২-এর মে’তে বেচাকেনার পরিমাণ ছিল ১২.৫৩ লক্ষ ইউনিট। ফলে গত মাসে বিক্রিতে ১৭.৪% অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে। ২০২৩-এর মে’তে মোটরসাইকেল ও স্কুটার বিক্রির নিরিখে বরাবরের মততো শীর্ষস্থান দখল করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হোন্ডা (Honda) এবং টিভিএস (TVS)। চলুন মে’তে টু হুইলার বিক্রির নিরিখে প্রথম পাঁচ সংস্থার নাম জেনে নিই।

Royal Enfield

বর্তমানে দেশের পঞ্চম বৃহত্তম দু’চাকা গাড়ি নির্মাতা রয়্যাল এনফিল্ড। মে মাসে সংস্থাটি মোট ৭০,৭৯৫টি নতুন মোটরসাইকেলের চাবি ক্রেতাদের হাতে তুলে দিতে পেরেছে। যেখানে গত বছর ওই সময়ে ৫৩,৫২৫টি মডেল বিক্রি হয়েছিল। দীর্ঘদিন ধরেই সংস্থার বেস্ট সেলিং মোটরসাইকেলের জায়গা ধরে রেখেছে Classic 350। আবার Meteor ও Hunter এর মতো নতুন মডেল বিক্রি বাড়িয়ে Suzuki-কে টক্কর দিতে সাহায্য করেছে।

Bajaj

দু’চাকা বিক্রির নিরিখে তালিকার চতুর্থ স্থান দখল করেছে বাজাজ। গত মাসে সংস্থাটি মোট ১,৯৪,৬৮৪ ইউনিট বাইক বেচেছে। ২০২২ সালের মে মাসের তুলনায় বিক্রি দ্বিগুণের বেশি বাড়িয়ে চমকে দিয়ে। সংস্থার বেস্ট সেলিং মডেল হল Pulsar। এর পরেই রয়েছে Platina।

TVS

গত মাসে হোসুরের কোম্পানি টিভিএস মোট ২,৫২,৬৯০ ইউনিট টু-হুইলার বিক্রি করেছে। যেখানে ২০২২-এর মে’তে সংস্থাটি মোট ১,৯১,৪৮২ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছিল। টিভিএস-এর বিক্রি বৃদ্ধিতে সর্বাধিক অবদান রেখেছে Jupiter, Ntorq এবং Apache সিরিজ। আবার XL100 একাই মোপেডের দুনিয়া কাঁপাচ্ছে।

Honda

হোন্ডা সম্প্রতি নতুন মডেল লঞ্চ করা সত্ত্বেও বরাবরের প্রতিপক্ষ Hero MotoCorp-কে টেক্কা দিতে ব্যর্থ হয়েছে। মে’তে তারা ৩,১১,১৪৪ ইউনিট স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করেছে। তুলনাস্বরূপ আগের বছর মে’তে বেচাকেনার পরিমাণ ৩,২০,৮৫৭ ইউনিট থাকায় গত মাসে বিক্রি ৩% সঙ্কোচিত হয়েছে।

Hero MotoCorp

দীর্ঘদিন ধরে ভারতে টু-হুইলার বিক্রিতে শীর্ষস্থান নিজের দখলে রেখেছে Hero MotoCorp। গত মাসে সংস্থার বেচাকেনার পরিমাণ ছিল ৫,০৮,৩০৯ ইউনিট। যেখানে এক বছর আগে ওই সময়ে তারা মোট ৪,৬৬,৪৬৬ ইউনিট টু-হুইলার বিক্রি করতে পেরেছিল। ফলে বিক্রিতে অগ্রগতি ঘটেছে ৮.৯ শতাংশ।

সঙ্গে থাকুন ➥